ফাইল
ছবি
Publish Date
২০১৮-০২-১৩
Archive Date
২০১৮-০৫-১৩
বিস্তারিত
গতকাল ১২ ফেব্রুয়ারি, ২০১৮ খ্রি. তারিখে বরিশালের উজিরপুর উপজেলাধীন জল্লা ইউনিয়নের কুড়লিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অমূল্য রতন বিশ্বাস বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া উপজেলার জল্লা ইউনিয়নের জনসংখ্যার তথ্য চেয়ে জেলা পরিসংখ্যান অফিস, বরিশাল-এর উপপরিচালক জনাব মুহাম্মদ মিঝানুর রহমান হাওলাদার এর বরাবর আবেদন করেন। ই-মেইলে আবেদন প্রাপ্তির পর দ্রুততম সময়ের মধ্যে (মাত্র ৩০ মিনিটে) চাহিত তথ্যের সনদ প্রস্তুত করে স্বাক্ষরিত কপি স্ক্যান করে ই-মেইলে পাঠিয়ে দেওয়া হয়।
এই ঘটনা ডিজিটাল দপ্তরের ই-সেবা প্রদানের এক চমৎকার দৃষ্টান্ত।